বাংলাহান্ট ডেস্ক: দেখে কে বলবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা! দিব্যি আর পাঁচজনের মতোই ক্ষেতে চাষবাস করে সময় কাটাচ্ছেন। এক নজর দেখলে চেনাই যাবে না ইনিই নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui)। নিজের গ্রাম বুধানায় গিয়ে এভাবেই চাষের কাজে মন দিয়েছেন তিনি।
সাধারন কালো প্যান্ট, সাদা শার্ট, মাথায় বাঁধা সাদা ফেট্টি। এই অবতারেই দেখা গেল নওয়াজকে। নিজের জন্মভূমি উত্তরপ্রদেশের বুধানায় গিয়ে চাষের কাজে মনোযোগী হয়েছেন তিনি। নিজের হাতেই করছেন ক্ষেতের যাবতীয় কাজ। সেই ভিডিওই শেয়ার করেছেন অভিনেতা।
ভিডিওতে নওয়াজকে দেখা যাচ্ছে, কাজের পরে আলের জলে হাত ধুতে। তারপর নিজেই কাঁধে কোদাল তুলে বেরিয়ে যান ক্ষেত থেকে। এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাঁর এমন সাধারন জীবনযাপন দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

এর আগেও বুধানায় নিজের ক্ষেতে কাজ করতে দেখা গিয়েছিল নওয়াজকে। ট্রাক্টর চালাতেও দেখা যায় তাঁকে। নিজেই সেই সব ছবি শেয়ার করেছিলেন নওয়াজ। জানা যায়, তিনিই তাঁদের গ্রামের প্রথম গ্র্যাজুয়েট। বাবার সঙ্গে দীর্ঘদিন ক্ষেতে চাষের কাজ করেছেন নওয়াজউদ্দিন। তারপর অভিনয় শিখতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন তিনি।
https://www.instagram.com/p/CBvki5wB-5a/?igshid=vja8qzjp63ii
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল ইদ পালনের জন্য লকডাউনের মধ্যেই ট্রাভেল পাস নিয়ে বুধানায় নিজের পুরনো বাড়িতে ফিরে যান নওয়াজ। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে এতটা পথ আসায় তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। করোনা পরীক্ষাও করা হয় নওয়াজ ও তাঁর পরিবারের। সকলের রিপোর্টই নেগেটিভ আসে।
https://www.instagram.com/p/BKkROidDgYM/?igshid=pk83kpgz5tqy
উল্লেখ্য, পরিচালক পুষ্পেন্দ্র নাথ মিশ্রর আগামী ছবি ঘূমকেতুতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুণের মতো তারকারা। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন রণবীর সিং, সোনাক্ষী সিনহা, অমিতাভ বচ্চনকে।





Made in India