বাংলাহান্ট ডেস্কঃ কথায় আছ ‘বুড়ো বয়সেও যেন রস মজে না।’ কথাটি যেন সত্যি হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বড়দারি থানা এলাকায়। ৬৫ বছরের এক বৃদ্ধ চতুর্থ বিবাহের আবদ্ধ হতে চলেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই স্ত্রীর মৃত্যুর পর ২৫ বছর বয়সীকে তিনি বিয়ে করেছিলেন। আর এখন আবার চতুর্থ বিয়ে জন্য পাত্রী দেখছেন। যার আগের পক্ষের তিন যুবতী কন্যা রয়েছে, যারা বিবাহযোগ্য। তাদের বিয়ে না বাবাই আবার হতে চলেছে নতুন জামাই। আহা মনের কি সাধ?

বিষয়টি জানতে পেরে বড় মেয়ে এসে থানায় এসে অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লোকটির মেয়ে বলেছে যে, পুলিশকে তার বাবার প্রতিপত্তি রোধ করতে। গ্রামে অভিযোগ করতে আসা এসএসপি অফিস চক মাহমুদের মহিলা জানান যে তার মা মারা গেছেন। তার তিন বোন এবং দুই ছোট ভাই রয়েছে। তার সৎ মাও মায়ের আগে মারা গেছেন। বাবা ৬৫ বছর বয়সী এবং বিহারের ২৫ বছর বয়সী এক মহিলাকে বিয়ে করেছেন। তারপরেও বাবা এখন চতুর্থ বিবাহ করার চেষ্টা করছেন।
অভিযোগ করে যে বাবা তাকে এবং তার বাকি বোন এবং ভাইদের বিয়ে করছেন না। আমরা সম্পত্তিতে কোনও অংশ দিচ্ছি না। একই সঙ্গে অভিযোগ শুনে সিও -২ সীমা যাদব বড়দারি ইন্সপেক্টরকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ একদিকে তদন্তে নিয়োজিত থাকলেও বিষয়টি প্রকাশের পরে পুরো এলাকায় আলোচনা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।





Made in India