বাংলাহান্ট ডেস্কঃ ‘কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’, কিন্তু বাস্তবে তা আবার হয় নাকি? হয় বই কি। সম্প্রতি নেট দুনিয়ায় এমন এক ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, যা দেখেলে হাসি থামাতে পারছেন না কেউই। ভিডিও টি যদি আপনিও দেখেন, গ্যারান্টি দিয়ে বলা যাবে, হাসি থামতে চাইবে না আপনারও।
লকডাউনে বিয়ে
মহামারির কবলে পড়ে গৃহবন্দি দশায় পালিয়ে হোক বা পরিবারের সম্মতিতে হোক, বিয়ে করেছেন অনেকেই। বেশ কিছু বিয়ের ছবি আমরা স্যোশাল মিডিয়ার দৌলতে ঘরে বসেই দেখতে পেয়েছি। লকডাউন হয়েছে মানুষের জন্য, স্যোশাল মিডিয়ার তো নয়। তাই এই গৃহবন্দি দশাতেও বিভিন্ন রকম ভাইরাল ভিডিও দেখে ঘরে বসেই কিন্তু মানুষ বেশ মজাতেই কাটিয়েছেন।

বিয়ে, দুটি মানুষের মনের মিলন, আবার দুটি পরিবারের বন্ধন। এই লকডাউনের মধ্যে বহু প্রেমিক প্রেমিক করোনা ভাইরাসের সুযোগ নিয়ে পালিয়ে গিয়ে যেমন বিয়ে করেছে, তেমনই অনেকেই আবার খরচ বাঁচাতে লকডাউনেই চুপি সাড়ে বিয়ে করেছেন। আরে দুজনেই তো ফ্রি। বিয়ের পর একান্তে বেশ কিছুটা সময় তো কাটাতে পারেব। তবে এবার আবার কেমন বিয়ে?
https://twitter.com/dineshjoshi70/status/1278965451666657281
ভাইরাল বিয়ের ভিডিও
সম্প্রতি দীনেশ জোশী নামে ব্যক্তি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে সকলের। বিয়ের মন্ডপে উপস্থিত সকলেই, কিন্তু একি নতুন বর বউ একসঙ্গে সময় আর কাটাচ্ছে কই? কাজ পাগল বউ তো নিজের কাজ নিয়ে ল্যাপটপে মুখ গুজে রয়েছে। বরের দিকে তাকানোর ফুরসতই তো নেই। বেচারা বর বাবাজি তাকালেও, বউ তো তাঁকে কোন পাত্তাই দিচ্ছে না।
During final day of filing Income tax Returns
— nithindetector (@nithindetector8) July 3, 2020
স্যোশাল মিডিয়া এই হাস্যকর বিয়ের ভিডিও প্রকাশ পেতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি ভিউও হয়ে গেছে।





Made in India