বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে বৃষ্টির (Rain) দেখা মিলল বাংলায় (West bengal)। অপেক্ষার অবসান ঘটিয়ে আবহাওয়ার পরিবর্তন করে (Weather) দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোর বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। কিছুটা হলেও ঠাণ্ডা হয়েছে প্রকৃতি।
দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাতের দেখা মিললেও, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বাংলায় বর্ষার প্রবেশ ঘটলেও, বাতাসে আদ্রতার পরিমাণ বিরাজ করবে। ভ্যাপসা গরম কিন্তু থেকেই যাবে।

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা আকাশ বিরাজ করছিল। সেইসঙ্গে ছিল প্যাচপ্যাচে গরমও। বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বাতাসে আদ্রতার পরিমাণ কিন্তু কমছে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বৃষ্টির আগাম বার্তা দিয়েছিল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। যার জেরেই এই বৃষ্টির আগমন। পাশাপাশি বীরভূম, মুশির্দাবাদেও বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।





Made in India