বাংলহান্ট ডেস্কঃ করোনার (corona) জন্য উত্তাল হয়ে উঠেছে পুরো বিশ্ব। দিনে দিনে পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে উঠছে। এবার করোনা হাসপাতালের বেহাল পরিস্থিতি দেখে সবাই প্রায় অবাক। বৃষ্টিতে ফুটো হয়ে গেছে কোভিড ওয়ার্ডের ছাদ। বেডে বসেই ‘জলপ্রপাত’ দেখলেন করোনা রোগীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) বরেলিতে।
এপ্রসঙ্গে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) টুইট করে বলেন, “এই হল উত্তর প্রদেশের কোয়ারেন্টিন সেন্টারের হাল, লাগাতার ঝরনা বইছে।”

বর্তমানে এই কোয়ারেন্টাইন সেন্টারের এই দুর্বিষহ অবস্থার চিত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে চারিদিকে বেড আর মাঝখানে ছাদের গর্ত দিয়ে পড়ছে জল। ভেসে চলেছে অঝোরে। জলের তোড়ে ভিজে যাচ্ছে ওই ওয়ার্ডের বিছানাগুলি।
ये है उप्र में क्वारेंटाइन सेंटर का हाल
पानी नहीं पर झरना बह रहा लगातार pic.twitter.com/1Pwev3c3tf— Akhilesh Yadav (@yadavakhilesh) July 19, 2020
বাকিরা নিরুপায়ের মতো বসে রয়েছেন। কারণ, রোগীদের করার মত কিছু নেই। প্রসঙ্গত, যোগীর রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত ৪৫ হাজার ১৬৩। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৪ জন।





Made in India