বাংলাহান্ট ডেস্কঃ পুলিশ (police) মানেই যেন এক ভয়ংকর মানব, এই ধারনা আছে অনেকেরই মনে। যদিও পুলিশের মানবিক আচরণের নিদর্শন ভুড়ি ভুড়ি, তবুও আজও মানুষের অকারণ পুলিশ ভীতি কাটেনি। সম্প্রতি দিল্লি (delhi) পুলিশের এমন এক মানবিক রূপ সামনে এল যা আপনার ধারনা পাল্টে দিতে বাধ্য।
রাস্তায় ল্যাম্পপোস্টের ধারে এক পুলিশ গাড়ির বনেটে বই খাতা রেখে চলছে পড়াশোনা। দিন মজুরের ছেলেকে মন দিয়ে অঙ্ক ইংরেজি শেখাচ্ছেন পুলিশ অফিসার। গত দুই মাস ধরে এমনই দৃশ্য দেখছে দিল্লিবাসী।

জানা গিয়েছে, ঐ পুলিশ অফিসার দিল্লির পলাশিয়া এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিনোদ দীক্ষিত। লকডাউনে এক বস্তিতে টহল দেওয়ার সময় পরিচয় হয় রাজ নামের এক দিনমজুরের ছেলের সাথে৷ রাজ তাকে জানায় লকডাউনে মানুষের জন্য পুলিশের কাজ করা দেখে সে অনুপ্রাণিত। সেও বড় হয়ে পুলিশ হতে চায়।
কিন্তু পুলিশ হতে গেলে যথেষ্ট পড়াশোনার প্রয়োজন। অথচ দিনমজুর পরিবারের ছেলে রাজের সেই আর্থিক ক্ষমতা নেই। এরপরই তাকে পড়াশোনায় সাহায্য করতে সম্মত হন অফিসার দীক্ষিত। তারপর থেকেই কখনো এ.টি.এম এর সামনে কখনো ল্যাম্পপোস্ট এর তলায় চলছে দৈনিক শিক্ষাদান।
যদিও পুলিশ অফিসার দীক্ষিত জানিয়েছেন এই প্রথম নয়, ধর এবং রতলমে এলাকায় কর্তব্যরত থাকার সময়েও তিনি অনেক পথশিশুকে পড়িয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পুলিশেও যোগদান করেছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে প্রশংসার বন্যায় উপচে পড়েছেন ঐ পুলিশ অফিসার। পাশাপাশি নেট দুনিয়া রাজের অধ্যাবসায়কেও বাহবা জানিয়েছেন।





Made in India