বাংলাহান্ট ডেস্কঃ অগস্ট মাসের প্রথম দিনই বকরি ঈদ। আরো বেশ কয়েকদিন ছুটি মিলিয়ে এই মাসে মোট ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ( bank)। জেনে নিন কবে কবে ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। নতুবা হতে পারেন হয়রানির শিকার

১ অগস্ট ঈদের কারনে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্কের পরিষেবা। ২ অগস্ট রবিবার, স্বাভাবিক নিয়মে সেদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩ অগস্ট রাখি পূর্ণিমাতেও বন্ধ থাকছে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা। সব মিলিয়ে আগামী মাসের প্রথম ৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা।

৮ অগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ ব্যাঙ্ক। ৯ অগস্ট রবিবার, স্বাভাবিক নিয়মে সেদিনও বন্ধ ব্যাঙ্ক। ১১ ও ১২ অগস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী। এই দুদিনও ব্যাঙ্কের ঘোষিত ছুটির দিন।

১৩ অগস্ট ইম্ফলে প্যাট্রিয়ট ডে, সেদিন সেখানে বন্ধ থাকছে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা। ১৫ অগস্ট স্বাধীনতী দিবস, ১৬ অগস্ট রবিবার। ২১ ও ২২ অগস্ট বেশ কিছু রাজ্যে আঞ্চলিক উঁৎসবের জন্য বন্ধ থাকছে ব্য়াঙ্ক।

২২ অগস্ট গনেশ চতুর্থী উপলক্ষ্যে মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে বন্ধ ব্যাঙ্ক। অগস্ট মাসের ২৯ তারিখ চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ ব্যাংক । ৩০ তারিখ রবিবার, ব্যাঙ্কের স্বাভাবিক কর্মবিরতি । সব মিলিয়ে আগস্ট মাসের 31 দিনের মধ্যে 17 দিন ছুটি থাকছে ব্যাংক





Made in India