বাংলাহান্ট ডেস্কঃ করোনা উদ্বেগ কাটিয়ে এবার ভারতে ফিরতে চলেছে ফুটবল। আইএফএ কে সরকারি ভাবে আইলিগ এবং দ্বিতীয় ডিভিশন আইলিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব দেওয়া হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। শুক্রবার লিগ কমিটি বৈঠক করে এই ব্যাপারে সরকারি সিলমোহর দিয়েছে।
আইলিগের দ্বিতীয় ডিভিশনের কোয়ালিফায়ার ম্যাচ গুলি হতে পারে অক্টোবরের শুরুতে কিংবা পুজোর পর। জানা গিয়েছে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম কিংবা বারাসাত স্টেডিয়াম এর মধ্যে যেকোনো একটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ডিভিশন আই লিগের কোয়ালিফায়ার ম্যাচ গুলি। রাজ্য ফুটবল সংস্থা তিনটি মাঠই তৈরি রাখতে চাইছে। ফেডারেশনের বিশেষ কমিটি মাঠ পরিদর্শন করার পরই সিদ্ধান্ত নেবে যে কোন মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচ গুলি।

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই আইলীগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ গুলির দিনক্ষণ চূড়ান্ত করবে ফেডারেশন। জানা গিয়েছে করোনার কারনে আইএসএল এর মতই আইলিগ এবং আইলিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচেও থাকছে কড়া নির্দেশিকা।





Made in India