বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা বেলায় হঠাৎই কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের অবাক করে দিয়ে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই সিদ্ধান্তে হতচকিত হয়ে যান তার কোটি কোটি অনুরাগীরা। তার কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতীয় ক্রিকেট দলের আরেক ক্রিকেটার তথা ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না।
কিন্তু অন্যান্য দিন থাকতেও হঠাৎ করে কেন স্বাধীনতা দিবসে দিন অর্থাৎ 15 ই আগস্ট অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি? এই নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। এরই মধ্যে রায়না জানালেন ধোনি এবং তিনি কেন 15 ই আগস্ট এর দিনটিকে অবসর গ্রহণের জন্য বেছে নিলেন?

রায়না জানালেন ধোনি যে চেন্নাই পৌঁছে অবসর ঘোষণা করবেন সেটা আমি আগে থেকেই জানতাম। আর তাই আমিও মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমিও 15 ই আগস্ট ধোনির অবসর গ্রহণ করার পর আমিও আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানাবো। এই প্রসঙ্গে রায়না বলেন ধোনি জার্সি নম্বর 7 এবং আমার জার্সি নাম্বার 3, দুটিকে পাশাপাশি রাখলে হয় 73। আর ভারত এই বছর তার 73 তম স্বাধীনতা দিবস পূর্ণ করল। আর সেই কারণে আমরা অবসরের জন্য এই দিনটিকে বেছে নিলাম।





Made in India