বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ এক বছর ধরেই ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর হঠাৎ করেই স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। কিন্তু পাকিস্তানের ক্রিকেটার কামরন আকমল চাইছেন শচিনের মতোই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও একটি বিদায় ম্যাচের প্রয়োজন।
পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে কমরন আকমল জানায় যে ধোনি এমন একজন অধিনায়ক যার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট অনেক দূর এগিয়েছে। ধোনি শুধু অধিনায়কত্বই করেনি নিজেও অসাধারণ পারফরমেন্স দিয়েছে তার দলের জন্য। তার হাত ধরে বিশ্বে অনেক ভালো ভালো খেলোয়ার উঠে এসেছে।

কিন্তু ধোনির এইভাবে চুপিসারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো উচিত হয় নি বলে মনে করেন তিনি।আকমল বলেছেন মাহি সবার কাছে অনুপ্রেরণা, তার মতো অধিনায়ক খুব দরকার। ভারতের হয়ে খেলার জন্যই ধোনির জন্ম। আকমল আরও বলেন, ধোনির মতো অধিনায়ক আমাদের দেশেও দরকার।





Made in India