বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : দক্ষিণের জেলাগুলি জুড়ে টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দপ্তর৷ ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া সহ একাধিক জেলা জুড়ে। যার জেরে ফুঁসতে শুরু করেছে দারকেশ্বর নদ। ইতিমধ্যেই জলস্তর বেড়ে ডুবে গিয়েছে বাঁকুড়ার ভাদুল সেতু। যার জেরে বাঁকুড়ার ১০ – ১২ টি গ্রাম চরম সমস্যার সম্মুখীন।

সেতু ডুবে যাওয়ায় এই গ্রামগুলির সাথে বাঁকুড়া সদর শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কাঁচা আনাজ বাজার জাত করবার জন্য বারো কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় মধ্যেই প্রবল বৃষ্টিপাত জারি থাকবে। সেইসঙ্গে থাকবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।





Made in India