বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সম্প্রতি নেটপাড়ায় মা ও মেয়ের এমন এক ভিডিও ভাইরাল (viral video) হয়েছে যা দেখে আবেগে চোখে জল এসেছে নেটপাড়ার। নেটপাড়ার ভাইরাল হওয়া অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওটি ব্যাতিক্রমী। বহুদিন পর মেয়েকে দেখে মায়ের আবেগের যে বহিঃপ্রকাশ ঘটেছে তা দেখে অনেকেই আবেগ প্রবন হয়ে পড়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেনা কর্মীর পোশাকে দরজার সামনে দাঁড়িয়ে মেয়ে তার মাকে ফোন করে। ফোনে সে বলে দরজায় একটি প্যাকেজ ডেলিভারি হয়েছে৷ সেটি যেন সে তুলে নেয়। একটু পরেই মা দরজা খুলে মেয়েকে দেখে অত্যন্ত আনন্দিত হয়। আনন্দে সে চিৎকার করে ওঠে এবং মেয়েকে জড়িয়ে ধরে।
৩৭ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে পিউপিল নামে এক ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে। জানা যাচ্ছে, দরজায় থাকা মেয়েটির নাম রাইলি গ্রেগসন। সে বিমান বাহিনীতে কর্মরতা। বহু মাস বাড়ি থেকে দূরে থাকার পর ১৯ বছর বয়সী রাইলি ওহায়োতে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন এবং মাকে সারপ্রাইজ দেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে। মা ও মেয়ের এই আবেগঘন মুহুর্ত দেখে চোখের জল ধরে রাখতে পারেনি নেটপাড়া। একের পর এক আবেগঘন মন্তব্যে উপচে পড়েছে কমেন্ট বক্স।দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি
https://www.instagram.com/p/CEwvdYrBdDf/?igshid=spka6b5xmulx





Made in India