বাংলাহান্ট ডেস্ক: ফের একবার বলি পাড়ায় গুঞ্জন শুরু হল নেহা কক্করের (neha kakkar) বিয়ে (marriage) নিয়ে। এই মুহূর্তে বলিউডের (bollywood) জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা। অসাধারন গায়কীতে সকলকেই নিজের দিওয়ানা করে তুলেছেন তিনি। ইন্ডাস্ট্রির বেশ ব্যস্ত গায়িকা বলেও পরিচিত নেহা।
একের পর এক নতুন গানের (song) ভিডিও (video), অ্যালবাম প্রায়ই রিলিজ করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও যে নেহা বেশ সক্রিয় থাকেন তা সকলেই জানেন। কখনও গান, কখনও ফটোশুটের ছবি শেয়ার করতে থাকেন তিনি।

গত বছরেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে সঞ্চালক আদিত্য নারায়ণের সঙ্গে নেহার বিয়ের গুঞ্জন চরমে ওঠে। শোনা গিয়েছিল গত বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নেহা ও আদিত্য। কিন্তু পরে জানা যায় পুরোটাই রটানো হয়েছিল শোয়ের টিআরপি বাড়ানোর জন্য। এমনকি নেহা নিজেও জানিয়েছিলেন আদিত্য তাঁর শুধুই ভাল বন্ধু।
তার আগে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন গায়িকা। দুজনের সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়াতো। কিন্তু তার আগেই বিচ্ছেদ হয়ে যায় নেহা ও হিমাংশের। এখন অবশ্য সেই বিচ্ছেদ বেদনা কাটিয়ে উঠেছেন গায়িকা।
https://www.instagram.com/reel/CElKxJhDkB9/?igshid=1tz1si0qwgdbq
এবার ফের চর্চায় উঠে এসেছেন নেহা। এবার শোনা যাচ্ছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা। চলতি মাসেই নাকি বিয়ে করে নেওয়ার পরিকল্পনায় রয়েছেন তাঁরা। এমনকি বিয়ে সংক্রান্ত কথাবার্তাও এক রকম চূড়ান্ত হয়ে গিয়েছে নেহা ও রোহনপ্রীতের।
https://www.instagram.com/p/CFgZx3cnifk/?igshid=1dwjiatgitxxv
প্রসঙ্গত, রাইজিং স্টার রিয়েলিটি শোয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন রোহনপ্রীত সিং। এরপর শেহনাজ গিলের ‘মুঝসে শাদি করোগে’ রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল তাঁকে। শোনা গিয়েছিল শেহনাজও পছন্দ করতেন রোহনকে। কিন্তু শেষমেষ নেহাকেও বেছে নেন গায়ক। তবে এখনো এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।





Made in India