বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হবে প্রবল বৃষ্টি। এবছর বর্ষা যেন যেয়েও যেতে চাইছে না বাংলা ছেড়ে। যাবার বেলায় জোর ঝটকা দেওয়ার তোরজোড় শুরু করেছে।
জোড়া নিম্নচাপের প্রভাব
একদিকে আন্দামান সাগরে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ সংগঠিত হতে চলেছে। পাশাপাশি পূর্ব মধ্যে বঙ্গোপসাগরেও ঘনীভূত হচ্ছে অপর একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেলে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে।

আজকের আবহাওয়া
সকাল থেকে শহরের আকাশ কখনও মেঘলা, তো কখনও রোদ ঝলমলে। বিগত বেশ কিছুদিন ধরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আসন্ন দুই নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। সামান্য কমতে পারে তাপমাত্রাও।

বাংলার আবহাওয়া
বাংলার উত্তরের আকাশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অপরদিকে বাংলার দক্ষিণেও বৃহস্পতিবার অবধি সেভাবে ভারী বৃষ্টির কোন আশঙ্কা করছে না আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুতসহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সংগঠিত দুই নিম্নচাপের প্রভাবে মহারাষ্ট্র, কোঙ্কন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, গোয়া, পুদুচেরি, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরে ধেয়ে আসছে ঘোর বর্ষা।
 
			 





 Made in India
 Made in India