বাংলাহান্ট ডেস্ক: শ্রীদেবীর (sridevi) সঙ্গে বনি কাপুরের (boney kapoor) ঘনিষ্ঠ প্রেম ও তারপর বিয়ের চর্চা এখনো পর্যন্ত বলিপাড়ার ‘হট গসিপ’। প্রথম স্ত্রী মোনা কাপুরকে (mona kapoor) ফেলে শ্রীদেবীর প্রেমে পাগল হয়ে ছুটে যান বনি। শোনা যায়, সেই প্রেম নাকি এতই গভীর ছিল যে বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়ে পড়েছিলেন শ্রীদেবী। তখনি তড়িঘড়ি বনি কাপুরের সঙ্গে বিয়ে সারেন তিনি।
কিন্তু বাবা মায়ের দাম্পত্য সম্পর্কে এমন একটা চাঞ্চল্যকর মোড়ের প্রভাব কতটা পড়েছিল অর্জুন কাপুর (arjun kapoor) ও অংশুলা কাপুরের উপর? মোনাকে ছেড়ে যখন বনি শ্রীদেবীর কাছে চলে যান তখন তাঁর বড় ছেলে অর্জুন পড়েন স্কুলে। মেয়ে অংশুলা আরো ছোট।

শ্রীদেবীর আগে মোনা কাপুরের সঙ্গে বিয়ে হয় বনির। দুই সন্তান হয় তাঁদের, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। কিন্তু শ্রীদেবীকে দেখার পরেই দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানেন বনি। নতুন করে অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একে একে জন্ম হয় জাহ্নবী ও খুশি কাপুরের।
এদিকে বনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে মোনার। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার উপর বিবাহ বিচ্ছেদের ধাক্কা সইতে পারেননি। অর্জুন কাপুরের প্রথম ছবি মুক্তির তখন বাকি মাত্র দু মাস বাকি। সেই সময়েই মারা যান মোনা। অর্জুনের ডেবিউ ছবি দেখা আর হয়নি তাঁর।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলতে গিয়ে অর্জুন রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বাবা শ্রীদেবীর সঙ্গে চলে যাওয়ায় তাঁকে নিয়ে সবাই হাসাহাসি করত। স্কুলে, পাড়ায় সর্বত্রই হাসির খোরাক হতে হতো তাঁকে।

অর্জুন একা নন, মা মোনা কাপুরকেও অনেক টিটকিরি শুনতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বনি কাপুর চলে যাওয়ার পর অনেকেই ঠাট্টা করত আড়ালে। শ্রীদেবী সেই সময় ইন্ডাস্ট্রির ডাকসাইটে সুন্দরী ছিলেন। সবাই মোনাকে বলতো ওজন কমাতে, বিউটি ট্রিটমেন্ট করতে।
কিন্তু মোনার কথায়, “আমি প্রথমে কাঁদতাম। কিন্তু তারপর একদিন ঠিক করলাম নিজের মতোই থাকব। দুই সন্তানকে নিয়ে নিজের আলাদা পরিচয় বানাবো।”





Made in India