বাংলা হান্ট ডেস্কঃ সমাজবাদী পার্টির (Samajwadi Party) সংস্থাপক মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) করোনায় আক্রান্ত হলেন। সমাজবাদী পার্টির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দেওয়া হয়েছে। বুধবার ওনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে। ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করানো হয়েছে। এছাড়াও ওনার স্ত্রীরও করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে। দলের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে, ‘সমাজবাদী পার্টির সংস্থাপক আদরণীয় মুলায়ম সিং যাদবের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর ওনাকে চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে। আপাতত ওনার মধ্যে করোনার কোনও লক্ষণ নেই।”
समाजवादी पार्टी संस्थापक आदरणीय नेताजी श्री मुलायम सिंह यादव जी की कोरोना टेस्ट रिपोर्ट पॉजिटिव आने के उपरांत चिकित्सकों की देख रेख जारी है।
फिलहाल उनमें कोरोना के एक भी लक्षण नहीं हैं।
— Samajwadi Party (@samajwadiparty) October 14, 2020





Made in India