বাংলাহান্ট ডেস্কঃ গর্ভাবস্থাতেই (Pregnancy) স্বামীর দেওয়া দৌড়ানোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন এক আমেরিকান মহিলা (American lady)। কথায় বলে, মহিলারা পারেন না এমন কোন কাজ নেই। আর এই মার্কিন মহিলাও তা করেও দেখালেন। ৯ মাসের গর্ভবতী অবস্থাতেই দৌড়ানোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন তিনি।
স্বামীর সঙ্গে চুক্তি হয়েছিল ৯ মাসের গর্ভাবস্থার সময় স্ত্রী যদি ৮ মিনিটের মধ্যে ১ মাইল দৌড়াতে পারেন, তাহলে স্ত্রীকে ১০০ ডলার অর্থ পুরস্কার দেবেন স্বামী। যার ভারতীয় মূল্য প্রায় ৭৩০০ টাকা। অর্থাৎ, এই ৯ মাসের গর্ভবতী অবস্থায় স্ত্রীকে ৮ মিনিটের মধ্যে ১ মাইল একবারে দৌড়ে পার করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন স্বামী।

স্বামীর দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন বছর ২৮ -এর ম্যাকেন্না মেলা। ৯ মাসের গর্ভবতী অবস্থাতেই মাত্র ৫.২৫ মিনিটেই তিনি দৌড়ে দেখালেন ১.৬ কিমি দূরত্ব। গর্ভাবস্থার এই অন্তিম সময়েও যে তিনি কতটা দক্ষ তা প্রমাণ করে দিলেন।
২০১৮ সালে এডিনবার্গ ক্রস-কান্ট্রি আন্তর্জাতিক চ্যালেঞ্জে ম্যাকেন্না মেলা আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে রানার্স ওয়ার্ল্ডের মতানুসারে, একজন সাধারণ মহিলার সাধারণ সময়ে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে ১০.৪০ মিনিট লেগে যায়। যা এই মার্কিন মহিলা গর্ভবতী হওয়া সত্ত্বেও অনেক কম সময়ে অতিক্রম করেছেন।





Made in India