বাংলা হান্ট ডেস্কঃ দশেরা মানে নবরাত্রির উৎসব গোটা দেশে পালিত হওয়া জনপ্রিয় উৎসবের মধ্যে একটি। এই উৎসব গোটা দেশেই পালিত হয়। আর দশেরার দিনে রাবণ (Ravana) দহনের কয়েক যুগ ধরেই চলে আসছে। কিন্তু এবার দশেরার আগে অ্যাম্বুলেন্স করে রাবণকে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হচ্ছে। এই মজাদার ভিডিও আইএফএস অফিসার সুশান্ত নন্দা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করছেন।

এই ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা ক্যাপশনে লেখে, ‘অ্যাম্বুলেন্স করে করোনা হাসপাতালে যাচ্ছে রাবণ।” সুশান্ত নন্দার পোস্ট করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। উল্লেখ্য, এই ভিডিওতে অ্যাম্বুলেন্সের উপরে রাবণকে শুইয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে, সেটি রাবণের একটি পুতুল। ভিডিও দেখে মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে তাড়াহুড়োতে রাবণকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।
https://twitter.com/susantananda3/status/1319840463361241089





Made in India