বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona virus) কারনে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। ভারতও (India) অনেকদিন কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলে নি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত।

আইপিএল শেষ হওয়ার পরই বছরের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। আইপিএলের পারফরম্যান্সে বিচার করে বেশ কয়েক জন নতুন মুখ দলে দুযোগ পেয়েছেন। তেমনই বেশ কয়েক জনকে বাদ পড়তে হয়েছে। ঘোষিত হয়ে গেল অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ওয়ানডে দল। আইপিএল চলাকালীন চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ভারত ওপেনার রোহিত শর্মা। দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কে এল রাহুল।

এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ওয়ানডে দল:-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, কে এল রাহুল (vc & wk), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসস্প্রীত বুমরাহ, মহম্মদ সামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।





Made in India