Viral video : মহিলাদের অনেকেই ‘আন্টি’ ডাক একদমই পছন্দ করেন না। এই নিয়ে বচসাও বেঁধে যায়। কিন্তু এবার প্রকাশ্য বাজারে আন্টি বলা নিয়ে হাতাহাতিতে জরিয়ে পড়লেন এক কিশোরী ও এক মহিলা। হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেখানে পুলিশকে আসতে হয়। তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

৪ নভেম্বর করবা চৌথ। বিবাহিত মহিলারা এই দিনটিতে সারাদিন ধরে উপবাস রেখে স্বামীর মঙ্গলকামনায় পুজো দেন। এই উপলক্ষ্যেই কেনাকাটা করতে উপস্থিত হয়েছিলেন ঐ কিশোরী ও মহিলা। বাজারে হঠাৎ করেই ঐ মহিলাকে আন্টি ডেকে বসেন কিশোরী। এতে রেগে গিয়ে মহিলা বাজারের মধ্যেই তাকে মারতে শুরু করে।
হাতাহাতি এতটাই বিশ্রী পর্যায়ে পৌঁছে যায় যে পুলিশ আসতে বাধ্য হয়। ঘটনাস্থলে এসে পৌঁছান এক মহিলা পুলিশ কনস্টেবল। প্রাথমিক ভাবে তিনিও এই মারামারি থামাতে পারেন নি। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় তিনি ঐ কিশোরীকে উদ্ধার করেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা এই মারামারির দৃশ্য দেখে ভীষণই মজা পেয়েছেন। নানান মন্তব্য করছেন তারা। তাদের বেশিরভাগই বেশ মজার। দেখে নিন ভাইরাল ভিডিও
यूपी के एटा में आंटी कहने पर भड़की महिला, करवा चौथ की खरीददारी छोड़ बाल पकड़कर पीटा#UttarPradesh pic.twitter.com/yIr9werUzW
— Hindustan (@Live_Hindustan) November 3, 2020





Made in India