viral video : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিও গুলি যেমন আমাদের ভাবিয়ে তোলে তেমনই নির্ভেজাল আনন্দও দেয়। এমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

নাচে যে যতই পারদর্শী না হোক কেন, ভাসানে সে সব অতীত। সকলেই পায়ে পা মিলিয়ে কোমড় দুলিয়ে নাচতে শুরু করে। সব মিলিয়ে ভাসান এক জমজমাট নাচের আসর৷ এই বছর করোনা সংক্রমণের ভয়ে সারা দেশে ভিড় নিষিদ্ধ হয়েছিল। কিন্তু তাই বলে কি বাঙালির ভাসান নাচ বন্ধ হবে? ভাসানে নাচার জন্য এক অভিনব উপায় বের করে ফেলল একদল মানুষ।
ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে, একদল মানুষ কোনো একটি পুজোর ভাসানে নাচছে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে এক অভিনব উপায়। ভিড়ের মধ্যেই স্প্রে করা হচ্ছে স্যানিটাইজার। তবে আশঙ্কার কথা হলো এই ভিড়ের বেশিরভাগ মানুষেরই মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব তো শিকেয় উঠেছেই।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। যিনি ভিডিওটি আপলোড করেছেন তিনি লিখেছেন, ‘বাঙালি কি না পারে? স্যানিটাইজার স্প্রেও হবে বিসর্জন ডান্সও হবে’. ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছে ৪ লাখের বেশি নেটাগরিক। নানান মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। দেখে নিন এই তুমুল মজার ভাইরাল ভিডিও টি
https://www.facebook.com/100008269744556/posts/2895423804076583/?sfnsn=wiwspwa





Made in India