বাংলা হান্ট ডেস্কঃ টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করা দক্ষ অভিনেতা আশিস রয় (Ashiesh Roy) আজ আচমকাই প্রয়াত হন। ‘সসুরাল সিমর কা”, বনেগি আপনি বাত, ব্যোমকেশ বকশি, ইয়েস বস, বা বহু আর বেবি, মেরে আঙনে মে, কুছ রঙ পেয়ার কে এইসে ভি আর আরম্ভের মতো ডজন খানেক টিভি শোয়ে কাজ করা অভিনেতা আশিস রয় বিগত কিছু সময় ধরে অসুস্থ ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিডনি ফেল হওয়ার কারণে ওনার মৃত্যু হয়। মৃত্যুকালে ওনার বয়স ছিল মাত্র ৫৫।
অভিনেতা আশিস রয় আর্থিক সমস্যার কারণে ঠিক করে নিজের চিকিৎসা করাতে পারেন নি। উনি সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে নিজের চিকিৎসার জন্য সাহাজ্যের আবেদন করেছিলেন।





Made in India