viral video : নেটদুনিয়ায় মাঝে মাঝেই এমন সব ভিডিও ভাইরাল হয়। যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচি থেকে এমনই একটি ঘটনা প্রকাশ পেয়েছে, যা দেখে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না।

রাঁচিতে এক ব্যক্তিকে তার বিলাসবহুল গাড়িতে আবর্জনা বহন করতে দেখা যায়। প্রিন্স রাজ শ্রীবাস্তব তার ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। শিরোনাম থেকে জানা যাচ্ছে যে গাড়ি সংস্থার পরিষেবার ওপর বিরক্ত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি মানুষেত পছন্দ হয়েছে। একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রিন্স রাজ শ্রীবাস্তব একজন ব্যবসায়ী এবং তার বাবার কাছে উপহার দেওয়ার জন্য একটি বিএমডাব্লু গাড়ি কিনেছিলেন। তবে গাড়িটি তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। গাড়ির সমস্যা সমাধানের জন্য তিনি বেশ কয়েকবার সার্ভিস সেন্টারে গিয়েছিলেন তবে গাড়িটি ঠিক হয় নি
অভিযোগ সত্ত্বেও সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে তিনি বিএমডাব্লু থেকে আবর্জনা তোলা শুরু করেন। প্রিন্স বলেছেন যে তার সমস্যা শীঘ্র সমাধান না করা হলে তিনি ২৯ শে নভেম্বর সকলের সাথে যোগ দেবেন এবং বিএমডাব্লু গাড়িতে আবর্জনা তুলবেন। দেখে নিন ভাইরাল ভিডিওটি
https://www.instagram.com/p/CHwygNJp5-r/?igshid=1kokl9ql45s9r





Made in India