চূড়ান্ত অসভ‍্যতা করেছেন নিক জোনাস ও তাঁর ভাইয়েরা, প্রিয়াঙ্কার স্বামীর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ মহিলার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়ার (priyanka chopra) স্বামী নিক জোনাস (nick jonas) ও তাঁর দুই ভাই জো ও কেভিন জোনাসকে চেনেন না এমন মানুষ কমই আছেন। জনপ্রিয় মার্কিন পপ গায়ক এই তিন ভাই একসঙ্গে ‘জোনাস ব্রাদার্স’ (jonas brothers) নামে পরিচিত। ভারতেও তাঁদের ভালই জনপ্রিয়তা রয়েছে। নিক ও প্রিয়াঙ্কা এক কথায় বেশ হেভিওয়েট কাপল।

কিন্তু এবার এই নিকের বিরুদ্ধেই বিষ্ফোরক অভিযোগ এনেছেন এক মহিলা। তবে তাঁর অভিযোগের তীর একা নিকের দিকে নয়। টেলর গ‍্যারন নামে ওই কৃষ্ণাঙ্গ মহিলার অভিযোগ তিন জোনাস ভাইয়েরা মিলেই তাঁকে চরম হেনস্থা করেছেন।


সোশ‍্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে ওই মহিলা লিখেছেন, ‘আমি একবার মেসিস ডে প‍্যারেডে জোনাস ব্রাদার্সদের সঙ্গে অংশ নিয়েছিলাম। ওরা আমার সঙ্গে খুবই খারাপ ব‍্যবহার করেছিলেন।’ সেই প‍্যারেডের একটি ছবিও শেয়ার করে তিনি লেখেন, ‘আমাকে আবছা দেখাচ্ছে। সেই সময় বৃষ্টি হচ্ছিল আর এই ভাইয়েরা আমাকে হেনস্থা করছিল। সব মিলিয়ে দারুন অভিজ্ঞতা’।

সোশ‍্যাল মিডিয়ায় অনেকেই ওই মহিলাকে সমর্থনও করেন। আরেক মহিলা লেখেন, তাঁর বাবাও জোনাস ব্রাদার্সদের একেবারেই সহ‍্য করতে পারেন না। কারণ জো জোনাস তাঁর বাবার রেস্তোরাঁর খাবার পরপর চার বার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তবে কয়েকজন জোনাস অনুরাগীরা ওই মহিলার বিরোধিতাও করেন।

https://www.instagram.com/p/CIGCeH-nC8L/?igshid=a74igzv3woom

 

ওই মহিলার টুইট সোশ‍্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হলেও এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জোনাস ব্রাদার্স বা প্রিয়াঙ্কা চোপড়া কেউই। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার দিনের স্মৃতি ফের উসকে দিয়ে পুরনো ছবি শেয়ার করেন পিগি চপস। শাড়ি পরে হাতে পুরস্কার নিয়ে ক‍্যামেরায় ধরা দেন তিনি। ভাইরালও হয় সেই ছবিগুলি।