বাংলাহান্ট ডেস্ক: গত সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়া মেতে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর (raj chakraborty) সদ্যোজাত ছেলে ইউভানকে (yuvaan) নিয়ে। ২ মাস বয়সের এই খুদে ছোটখাটো সেলিব্রিটি হয়ে উঠেছে ইতিমধ্যেই। ভূমিষ্ঠ হয়েই মা বাবার জনপ্রিয়তাকে রীতিমতো টেক্কা দিচ্ছে সে।
সম্প্রতি ছেলের নতুন দুটি ছবি শেয়ার করেন শুভশ্রী। জিন্স ও শার্ট পরে একেবারে নতুন সাজে দেখা গিয়েছে ছোট্ট ইউভানকে। মায়ের কোলে চেপে ক্যামেরার দিকে চেয়ে রয়েছে সে। ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘আমার রাউডি বেবি’।

এই ছবি ঘিরেই যত কাণ্ড। এমন মিষ্টি অবতারে ইউভানকে দেখে আদরের বন্যা বয়েছে কমেন্ট বক্সে। অপরদিকে আবার কয়েকজন ট্রোল করার সুযোগও ছাড়েনি রাজ শুভশ্রী পুত্রকে। ইউভানকে ‘গরিবের তৈমুর’ বলে মন্তব্য করতে দেখা যায় কয়েকজনকে।
https://www.instagram.com/p/CH4auqygBaJ/?igshid=eoeyzludl1mq
আর এতেই তুমুল ক্ষেপে যান ‘মাসি’ শ্রাবন্তী চ্যাটার্জি। ট্রোল সমালোচনাকে সাধারণত পাত্তা না দিলেও উচিত মতো যোগ্য জবাব দিতে কখনোই পিছপা হতে দেখা যায়নি তাঁকে। এবারেও তাঁর অন্যথা হল না। তবে একা শ্রাবন্তী নন, রাজ শুভশ্রীর ইন্ডাস্ট্রির অন্য বন্ধুরাও ইউভানের সামনে ঢাল হয়ে দাঁড়ান।
অপরদিকে পুরনো তিক্ত সম্পর্ক ভুলে ব্যক্তিগত সম্পর্কগুলোকেই আরো কাছে টেনে নিয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি ছেলে অভিমন্যু ও মা বাবার সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছেলের সঙ্গে সেলফি পোস্ট করে মায়ের আবেগঘন বার্তা, ‘তোমাকে ছেলে হিসাবে পেয়ে আমি ধন্য। মা তোমাকে ভালবাসে’।
এদিন নিজের মা বাবার সঙ্গেও একটি ছবি শেয়ার করেন শ্রাবন্তী। হঠাৎ করেই তাঁরা এসে জোর চমকে দিয়েছেন, এমনি মন্তব্য করেন অভিনেত্রী। পাশাপাশি মা বাবাই যে তাঁর জীবনে সবথেকে বড় সমর্থক তাও উল্লেখ করেন তিনি। দুটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





Made in India