বাংলাহান্ট ডেস্ক: টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। বেশ অনেকদিনই হয়ে গেল অভিনয় জগতে পা রেখেছেন তিনি। এখনও পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। বয়সের কোঠা ৩০ পার করলেও এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনও কথাবার্তা বলেননি পায়েল।
৩৬ এ ‘হ্যাপিলি সিঙ্গল’ টলিউডের এই হট অভিনেত্রী। পায়েল যেন ‘ওল্ড ওয়াইন’। বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর আকর্ষণ। যেমন চোখ ধাঁধানো রূপ তেমনি বোল্ড ফিগার। পুরুষের বুকের ধুকপুকুনি বাড়াতে সিদ্ধহস্ত পায়েল।

সম্প্রতি ফের একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন পায়েল। একটি সাদা-কালো মনোক্রোম ছবি শেয়ার করেছেন তিনি। পরনের সাদা শার্টের উপরের দুটি বোতাম খোলা। তার ফাঁক দিয়ে গভীর ক্লিভেজের উঁকিঝুঁকি। অগোছালো চুলে কারোর অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CIQfh98gyJx/?igshid=1jbn6sz7j9rtq
এমনি চরম আবেদনময়ী অবতারে ক্যামেরাবন্দি হয়েছেন পায়েল সরকার। অবশ্য হট অবতারে নিত্য নতুন ছবি শেয়ার করতে তাঁর জুড়ি মেলা ভার। পুরনো লুক ঝেড়ে ফেলে এখন সম্পূর্ণ অন্য রকম রূপে হাজির হয়েছেন তিনি। আর এই নয়া লুক যে নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু যে গ্ল্যামারাস পোশাক, লাউড মেকআপেই ফটোশুট করেন পায়েল তা কিন্তু নয়। সিম্পল পোশাকেও বাজিমাত করতে জানেন তিনি। তবে ‘চেরি অন দ্য টপ’ নিঃসন্দেহে পায়েলের আবেদনময়ী চাহনি। তাতেই মজেছে গোটা নেটদুনিয়া।
https://www.instagram.com/p/CHft-pDgrdq/?igshid=pknwkre6kggz
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েব সিরিজ মিস ম্যাচ এর তৃতীয় সিজনে দেখা গিয়েছে পায়েল সরকারকে। মুক্তি পেয়েছে একটি ছবি, ‘হারানো প্রাপ্তি’ও। পায়েল ছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম ও তনুশ্রী। এরপর পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর বিয়ে ডট কম ছবিতে অভিনয় করবেন পায়েল। এছাড়াও রয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটির ‘ম্যাজিক’।





Made in India