বাংলা হান্ট ডেস্কঃ এবার বিজেপি (Bharatiya Janata Party) শাসিত হরিয়ানায় (Haryana) ‘যোগা” কে স্কুলের পাঠ্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হরিয়ানার যোগা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী অনিল বিজ ট্যুইট করে এই কথা জানান। চণ্ডীগড়ে বুধবার যোগা পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং যোগ গুরু স্বামী রামদেবের উপস্থিতি সম্পন্ন হয়। বৈঠকে নির্ণয় নেওয়া হয় যে, রাজ্যে যোগশালার সংখ্যা দুই হাজারটি করা হবে। মাসের প্রথম রবিবার রাজ্যে যোগা দিবস হিসেবে পালন করা হবে। আর স্কুলে স্কুলে যোগা প্রশিক্ষকদের নিয়োগ করা হবে।
हरियाणा योग परिषद की मीटिंग मुख्यमंत्री जी व स्वामी #रामदेवजी की उपस्थिति में संपन्न हुई । बैठक में योगशालायों की संख्या 2000 करने, योग को शिक्षा में एक सब्जेक्ट के तौर शामिल करने, माह के पहले रविवार को योगदिवस के रूप में मनाने व योग प्रशिक्षकों की भर्ती करने का निर्णय लिया गया ।
— Anil Vij Minister Haryana, India (@anilvijminister) December 2, 2020





Made in India