বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি করোনা আবহের মধ্যেই দীর্ঘদিনে বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আদিত্য নারায়ণ (aditya narayan)। দুই পরিবারের লোক ও ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতেই হয় এই বিয়ে। কিন্তু রিসেপশনে বলিউডের বেশ কিছু তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আদিত্য। সেই তালিকায় ছিলেন কমেডিয়ান ভারতী সিং (bharati singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াও।
আদিত্যর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন হলেন ভারতী। তাই তাঁর আমন্ত্রিতদের তালিকায় ভারতীর নাম যে থাকবেই তা বলা বাহুল্য। মাদক মামলায় গ্রেফতারির পর আদিত্যর রিসেপশনেই প্রথম জনসমক্ষে এলেন ভারতী ও হর্ষ। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রোল।

আদিত্যর রিসেপশন পার্টিতে সাদা লেহেঙ্গায় দেখা গিয়েছে ভারতীকে। অপরদিকে হর্ষের পরনে ছিল নীল স্যুট। ভাইরাল ভিডিওতে দুজনকে গানের তালে চুটিয়ে নাচতে দেখা যাচ্ছে। তারকা ফটোগ্রাফার ভাইরাল ভয়ানি এই ভিডিওটি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন। আর এতেই একের পর এক কুৎসিত মন্তব্যও করতে শুরু করেছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, দুজনের হাসি মুখ দেখে মনে হচ্ছে আজ প্রচুর মাল পাওয়া গিয়েছে। আবার।আরেকজন কটাক্ষ করে জিজ্ঞাসা করেছেন, ভারতী মাল আছে নাকি। সেখানেই আবার কয়েকজন পার্টিতে সামাজিক দূরত্ব বিধি শিকেয় তোলা ও কারোর মুখে মাস্ক না থাকা নিয়েও সরব হয়েছেন।
https://www.instagram.com/p/CITnNQinV6e/?igshid=iquwtw9w4cr9
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ভারতী ও হর্ষকে বেআইনি মাদক রাখার জন্য গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে ৮৬ গ্রাম গাঁজা। তারপরেই অবশ্য ১৫০০০ টাকা জরিমানা দিয়ে জামিন পেয়ে যান হর্ষ ও ভারতী।
অপরদিকে করোনা আবহে মন্দিরে বিয়ে করেন আদিত্য ও শ্বেতা। মাত্র ৫০ জন উপস্থিত ছিলেন সেই বিয়েতে। তবে আদিত্যর বাবা উদিত নারায়ণ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, রণবীর সিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে কে কে আসতে পারবেন তা তিনি জানেন না।





Made in India