বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার (madhumita sarkar)। ধারাবাহিক ছেড়ে বড়পর্দায় প্রবেশ করতেই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে মধুমিতার। সেই পুরনো পাখিকে এখন আর খুঁজে পাবেন না তাঁর মধ্যে। এই নতুন মধুমিতা আরো বেশি গর্জাস, আরো বেশি বোল্ড।
সোশ্যাল মিডিয়ায় যে মধুমিতা অত্যন্ত সক্রিয় থাকেন তা অনেকেই জানেন। প্রায়দিনই নিত্য নতুন ছবি নয়তো ভিডিও শেয়ার করতে থাকেন অনুরাগীদের জন্য। ইনস্টাতে মধুমিতার ফ্যান ফলোয়িং ছাড়িয়েছে ১০ লক্ষ।

সিরিয়ালের সেই পুরনো পাখির সঙ্গে এই মধুমিতার তফাত চোখে পড়ার মতো। আগের থেকে অভিনয় দক্ষতা যেমন বেড়েছে তাঁর তেমনি বেড়েছে সৌন্দর্য, আরো বোল্ড হয়ে উঠেছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CIayXaRpdJt/?igshid=1mn2esoss6w0f
এবার ফের ভাইরাল হল মধুমিতার ছবি। হালকা নীল ও সাদা রঙে মেশানো ছোট্ট ক্রপ টপ। কাঁধ থেকে খসে পড়ছে সরু স্ট্রিংয়ের স্ট্র্যাপ। ছোট্ট হট প্যান্টের ফাঁকে উঁকি দিচ্ছে ট্যাটু। মোহময়ী অবতারে ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতা। রবিবারের অলস দুপুরে যেন নতুন উষ্ণতার সঞ্চার করেছেন অভিনেত্রীর এই ছবি।
https://www.instagram.com/p/CIcbPFgpZHh/?igshid=is2v2fs6i2rv
সম্প্রতি শরীরচর্চার পর বিনা মেকআপেই ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে মধুমিতাকে। পরনে স্পোর্টস ব্রা জিম প্যান্ট ও কালো শ্রাগ। মন খোলা হাসি দেখা গিয়েছে মধুমিতার মুখে। ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
https://www.instagram.com/p/CIH0tZdJOaz/?igshid=158aekir9ap14
সম্প্রতি নীল অফ শোল্ডার পুলওভারে ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতা। চোখের আনমনা দৃষ্টি, হালকা অগোছালো চুল যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তাঁর। বড়পর্দায় তাঁর অভিষেক ছবি ‘লভ আজ কাল পরশু’র জনপ্রিয় গান ‘শুনে নে’ এর একটি লাইন তুলে দিয়েছেন ক্যাপশনে।
https://www.instagram.com/p/CISD2NQp6zk/?igshid=12l6qnr5rga1z
এর আগে সাদা কালো পোলকা ডট ড্রেসে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। মাথায় চূড়া করে বাঁধা চুল, কানে সাদা মুক্তোর কানের দুল ও হালকা মেকআপে চরম মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। শেষমেষ শান্তি খুঁজে পেয়েছেন বলেও ছবিতে জানিয়েছিলেন মধুমিতা।





Made in India