Viral video : প্রতিদিনই নেটপাড়ায় হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। বেশ কিছু ভিডিও দেখে যেমন আমরা হেসে মাটিতে লুটিয়ে পড়ি। তেমনই বেশ কিছু ভিডিও আমাদের ভাবিয়ে তোলে। আবার কিছু কিছু ভিডিও এমনও আছে যেগুলি আনন্দের পাশাপাশি আমাদের চিন্তিতও করে৷ সম্প্রতি নেটপাড়ায় তেমনই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে বেশ কয়েক জন যুবককে আগুনের বল পায়ে ফুটবল খেলতে দেখা গেছে।

ফুটবল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বিশ্বের নানা প্রান্তে এই খেলার প্রচলন রয়েছে। চামড়ার বল না পাওয়া গেলেও অনেকেই নারকেল বা বাতাবি জাতীয় ফলকেও বল বানিয়ে ফুটবল খেলেন। কিন্তু কোনো দিন কেউ আগুন নিয়ে ফুটবল খেলেছেন বলে শোনা যায় নি। তবে সম্প্রতি ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও।
ভাইরাল ভিডিওটি প্রশান্ত মহাসাগরের এক ছোট্ট দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার। সেখান কার জাভা শহরে এই ভিডিও ধারন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় একটি চারকোনা ছোট মাঠে ফুটবল খেলছেন এই যুবকেরা। তবে সেই ফুটবলটিতে ধরে রয়েছে আগুন। আগুন নেভানো দূরের কথা সেই জ্বলন্ত বল নিয়েই একের পর এক গোল করছে ফুটবলাররা।
সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও । ৩৮ হাজারের বেশি মানুষ যুবকদের এই কীর্তি দেখে ফেলেছে। নানান মন্তব্য করছেন তারা। একজন লিখেছেন, এই কারনেই পুরুষেরা স্ত্রীদের চেয়ে কম বাঁচে। দেখে নিন এই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া এই ভিডিওটি
https://youtu.be/-K4e9d9n1Cc





Made in India