বাংলাহান্ট ডেস্ক: একাধারে তিনি টলিউডের (tollywood) প্রথম সারির অভিনেত্রী, আবার অপরদিকে তৃণমূলের (tmc) সাংসদও বটে। দুটো দায়িত্ব সমান তালেই চালাচ্ছেন নুসরত জাহান (nusrat jahan)। মাঝে মাঝে ট্রোলের শিকার যে হতে হয় না তা একেবারেই নয়। কিন্তু সব ট্রোল (troll), সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দেন তিনি।
এই যেমন সানবাথ নিতে নিতেই অনলাইন ট্রোলারদের উদ্দেশে তাঁর তীর্যক বার্তা, ‘আমাকে পড়লে আর গ্র্যাজুয়েট হতে পারবেন না’। সোজাসুজি বা কটাক্ষ দরকার মতো ট্রোলারদের ভালই ডোজ দিতে জানেন নুসরত। তিনি নিজের মতোই থাকবেন, নিজের মতো করে চলবেন। তাই তাঁকে ট্রোল করে যে আখেরে খুব একটা লাভ নেই সেটাই পরোক্ষে বুঝিয়ে দিলেন অভিনেত্রী সাংসদ।

আর ছবির কথা বলতে হলে সেই বিষয়ে নুসরতকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ফটোশুট করতে বা ক্যামেরার সামনে পোজ দিতে যে তিনি সিদ্ধহস্ত তা সকলেই জানেন। সে শাড়ি হোক বা নেহাতই ঘরোয়া ক্যাজুয়াল পাজামা-টপ, সবেতেই অনুরাগীদের মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন নুসরত। সব সময়েই তিনি কিছু না কিছু চমক দিতে ভালবাসেন।
https://www.instagram.com/p/CIsJqyjnOQf/?igshid=7b0r3598nowm
সম্প্রতি নিজের একটি নতুন গুণের পরিচয় দেন নুসরত। তিনি যে ভাল ছবিও আঁকতে পারেন তা অনেকেই জানতেন না। এদিন সাদা ক্যানভাসে বুদ্ধের ছবি আঁকতে দেখা যায় তাঁকে। আর এতেই ফের ট্রোলের শিকার হন নুসরত। আবার কোন শিল্পীর ছবির উপর নিজে তুলি চালাচ্ছেন সাংসদ? উড়ে আসে এমন প্রশ্ন। এবার সেই সব ট্রোলেরই পাল্টা তিনি দিলেন বলেই মনে করছেন নেটিজেনরা।





Made in India