viral video : ভারতীয় সংস্কৃতিতে বলা হয় বিবাহ হল জন্ম জন্মান্তরের বন্ধন। স্বামী ও স্ত্রী পরস্পর পরস্পরের আজীবন পাশে থেকে ভুল ত্রুটি শুধরে দেয়। কিন্তু বিয়ের সময়েই যদি বউ এর কাছ থেকে শিখতে হয়। তাহলে ভরা বিয়ে বাড়িতে ঠিক কি পরিস্থিতি হয়? তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এই মজার ভিডিও পরে, আপনি আপনার হাসি থামাতে পারবেন না।

বিয়ে মানেই হই হুল্লোড় আর মজা। বিয়ে বাড়িতে এমন এমন কান্ড হয় যা সারাজীবনে ভোলার নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি মজার ঘটনা উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হচ্ছে তা হ’ল গুরুদ্বারে হওয়া একটি বিবাহ নিয়ে। বিয়ের সময় প্রিয়জনের সাথে এমন একটি কান্ড হয়েছিল, যা সবাইকে হাসিয়ে ফেলে। প্রকৃতপক্ষে, সাত পাকে ঘোরার শুরুর সাথে সাথেই বর ভুল দিকে এগিয়ে যেতে শুরু করেন। এর পরে, তার স্ত্রী আসতে করে তার শেরওয়ানি ধরে আস্তে টান দেয়।
স্ত্রীর টান দেওয়ার সাথে সাথেই স্বামী তার ভুল বুঝতে পারে এবং সঠিক দিক থেকে ঘুরতে শুরু করে। যা দেখে হেসে লুটিয়ে পড়ে উপস্থিত অতিথি অভ্যাগতরা। ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে প্রথম দিনের শিক্ষা।
সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই মজার ভিডিও। নব বধুর কীর্তি দেখে মজার মজার কমেন্ট করছেন নেটিজেন রা। অনেকেই বলছেন, স্ত্রী সব সময়ই সঠিক। দেখুন তুমুল ভাইরাল এই ভিডিও
https://twitter.com/seriousfunnyguy/status/1337034654713487360?s=20





Made in India