বাংলাহান্ট ডেস্ক: এমনিতেই কড়া ডায়েটের (diet) মধ্যে থাকেন, তার উপর মাত্র কিছুদিন হল বেশ কিছুদিনের বিরতির পর ফের জিম শুরু করেছেন নুসরত জাহান (nusrat jahan)। ফের একবার শুরু নিয়ম মেনে ডায়েট, কঠোর শরীরচর্চা। কিন্তু জিম শুরু করতে না করতেই মন উড়ু উড়ু নুসরতের। ডায়েটের থেকে মুখ ফিরিয়ে তাঁর চোখ খুঁজেছে চকোলেট। পেয়েও গিয়েছে তা।
এক বাক্স চকোলেট নিয়ে একটার পর একটা মুখে পুরছেন সাংসদ অভিনেত্রী। মাঝে মধ্যে ডায়েট ফাঁকি দিতে কার না ভালো লাগে! তবে অবশ্য এই নিয়ে সাফাইও দিয়েছেন নুসরত। তাঁর সাফ কথা, চকোলেট কোকো থেকে তৈরি হয় যেটা একটা গাছের ফল। অর্থাৎ চকোলেট হল স্যালাড। তাই তিনি চকেলেট খেয়ে কোনো ভুল করছেন না।

নুসরতের এমন মজার যুক্তি শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটজনতা। কেউ কেউ তাঁকে বলেছেন, চকোলেট গার্ল। আবার অনেকেই নুসরতের থেকে চকোলেটের একটু ভাগ ও চেয়েছেন। অভিনেত্রীর এই মিষ্টি ছবিগুলি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CIxRooaHEJ4/?igshid=6sjxo3pctz4r
সম্প্রতি নিজের একটি নতুন গুণের পরিচয় দেন নুসরত। তিনি যে ভাল ছবিও আঁকতে পারেন তা অনেকেই জানতেন না। এদিন সাদা ক্যানভাসে বুদ্ধের ছবি আঁকতে দেখা যায় তাঁকে। একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বড় সাদা ক্যানভাসে আঁকা বুদ্ধের মুখ। তার।পাশে আঁকা পাতার মধ্যে হলুদ রঙ ভরছেন নুসরত।

আর এতেই ফের ট্রোলের শিকার হন নুসরত। আবার কোন শিল্পীর ছবির উপর নিজে তুলি চালাচ্ছেন সাংসদ? উড়ে আসে এমন প্রশ্ন। আবার একজন কটাক্ষ করে লেখেন, ছবি কেনার লোক আছে তো? তবে প্রশংসাও কম পাননি অভিনেত্রী। অনেকেই তারিফ করেন নুসরতের এই প্রতিভার।
তবে ট্রোলের পালটা জবাব দিতেও জানেন নুসরত। সব ট্রোল, সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। এই যেমন সানবাথ নিতে নিতেই অনলাইন ট্রোলারদের উদ্দেশে তাঁর তীর্যক বার্তা, ‘আমাকে পড়লে আর গ্র্যাজুয়েট হতে পারবেন না’। সোজাসুজি বা কটাক্ষ দরকার মতো ট্রোলারদের ভালই ডোজ দিতে জানেন নুসরত। তিনি নিজের মতোই থাকবেন, নিজের মতো করে চলবেন। তাই তাঁকে ট্রোল করে যে আখেরে খুব একটা লাভ নেই সেটাই পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ।





Made in India