বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খানকে (Aryan Khan) নাকি এক্কেবারেই শাহরুখ খানের (shahrukh khan) মতোই দেখতে। এমনকি তাঁর কণ্ঠস্বরও বাবার মতোই হয়েছে। দুজনের গলা শুনে পার্থক্য করা সম্ভবই নয়। তার প্রমাণ পাওয়া গিয়েছে ‘দ্য লায়ন কিং’ ছবির ডাবিংয়ের সময়েই। এবার তাঁর আরো একটি প্রতিভার পরিচয় পাওয়া গেল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে আরিয়ানের একটি ভিডিও (video)। সেখানে গিটার বাজিয়ে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। বন্ধুর সঙ্গে ইংরেজি জনপ্রিয় গান ‘অ্যাটেনশন’ এর সুরে গলা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। বেশ হাসি খুশি ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে আরিয়ানকে।

এমনিতে সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার ঝলসানি থেকে দূরেই থাকতে পছন্দ করেন শাহরুখের বড় ছেলে। কচিৎ কদাচিৎ ক্যামেরার সামনে পড়ে গেলেও মুখে হাসি একেবারেই দেখা যায়না আরিয়ানের। তাই এমন ফুরফুরে মেজাজে তাঁর দেখা পাওয়া অনুরাগীদের কাছে সোনায় সোহাগার থেকে কম কিছু নয়।
https://www.instagram.com/p/CJRQlZvhPlI/?igshid=1rbeq4tkke9m6
https://www.instagram.com/p/CJSymP4Bkxs/?igshid=1nzu4nm955tjv
কলেজের পড়া শেষ করে ফেলেছেন আরিয়ান। এই মুহূর্তে উচ্চ শিক্ষার জন্য মার্কিন মুলুকেই রয়েছেন তিনি। এর আগে শাহরুখকে ছেলের প্রশংসা করতেও দেখা গিয়েছিল ক্যামেরার সামনে। তখন তিনি বলেছিলেন, আরিয়ানকে খুবই সুন্দর দেখতে। তার মধ্যে অভিনয় প্রতিভাও রয়েছে বলে মনে হয় তাঁর। কিন্তু আরিয়ান খুব ভাল লেখকও বটে।
https://www.instagram.com/p/CJRRHT0huvb/?igshid=1lw7qzfgqt88j
এছাড়াও শাহরুখ জানান, বাবার সঙ্গে তাঁর অভিনয়ের তুলনা টানাটা একেবারেই পছন্দ নয় আরিয়ানের। তিনি যদি ভাল অভিনয়ও করেন তাও বলা হবে বাবার অভিনয় দক্ষতার জন্যই এমনটা করতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু যদি তিনি ভাল অভিনয় না করেন তাহলেও বলা হবে বাবার নাম ডোবাচ্ছেন তিনি। এমনটাই নাকি বক্তব্য আরিয়ানের।





Made in India