বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল (petrol price), ডিজেলের দাম (diesel price)। আবারও একবার রেকর্ড সীমা পার করল পেট্রোল ডিজেলের দাম। লাগাতার দামের এই উর্দ্ধসীমা দেখে মাথায় হাত নিত্যযাত্রীদের। গতকাল একপ্রস্থ দাম বৃদ্ধির পর শনিবার আবারও কলকাতায় দাম বাড়ল পেট্রোল, ডিজেলের।
শুক্রবারের দাম বৃদ্ধির পর শনিবার আবারও দাম বাড়ল ডিজেলের। লিটার প্রতি বাড়ল ২৫ পয়সা। নতুন দাম দাঁড়িয়েছে, লিটার প্রতি ৭৯.৪৮ টাকা। অন্যদিকে, শনিবার লিটার প্রতি ২৪ পয়সা দাম বাড়ল পেট্রোলের। দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৮৭.১১ টাকা।

পেট্রোল, ডিজেলের এই দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। চার চাকা থেকে দুচাকা, সমস্যায় পড়েছেন সকলেই। এক নিত্যযাত্রী জানিয়েছেন, ‘এভাবে প্রতিদিনই দাম বাড়লে আর কিই বা বলার থাকে’। সমস্যায় পড়েছেন আমজনতারা।





Made in India