বাংলাহান্ট ডেস্ক: সৎ থাকতে হবে, কেউ যেন কণ্ঠরোধ করতে না পারে। প্রজাতন্ত্র দিবসে (republic day) এভাবেই দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন তৃণমূলের (tmc) অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি।
ভারতের জাতীয় পতাকা হাতে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই দিন রোজ রোজ পালন করা উচিত। সৎ থাকতে হবে, কেউ যেন কণ্ঠরোধ করতে না পারে। স্বাধীন ভাবে নিজের উদ্দেশের প্রতি অবিচল থাকতে হবে। এভাবেই দেশবাসী তথা নিজের অনুরাগীদের উদ্দেশে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মিমি। শুভেচ্ছা জানান দেবও।
সম্প্রতি নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর আবর্জনা ফেলে নোংরা করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর। এমনি অভিযোগ তুলে বিজেপির (bjp) বিরুদ্ধে সরব হন মিমি চক্রবর্তী। কেন্দ্রের শাসক দল হলেই কি ইচ্ছা মতো নিয়ম ভাঙা যায়? সপাটে প্রশ্ন ছুঁড়ে দেন মিমি।
আসলে যারা নিয়মিত প্রাতঃভ্রমণ করেন, তাদের অন্যতম পছন্দের জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়াতে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান হওয়ার পর দিন সকালেই প্রাতঃভ্রমণকারীরা অভিযোগ জানায়, ভিক্টোরিয়ায় যত্রতত্র আবর্জনা ফেলে রাখা হয়েছে। আগের দিন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনতা যেখানে সেখানে ফেলে গিয়েছে খাবারের প্যাকেট, জলের প্যাকেট, নোংরা।
View this post on Instagram
এই বিষয়ে সংবাদ পত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন মিমি। তিনি লেখেন, ‘যখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তখন সেটা শেষ হয়ে যাওয়ার পর জাতীয় হেরিটেজকে পরিস্কার করার দায়িত্বটাও নেওয়া উচিত। এটাকে দায়িত্বশীল হওয়া বলে। আমি জানতাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে খাবারের প্যাকেট নিয়ে প্রবেশ করা যায় না। কিন্তু যেহেতু আপনারা আপনারাই তাই নিয়ম ভাঙা যায় বলুন?’
এখানেই ক্ষান্ত হননি মিমি।
https://twitter.com/idevadhikari/status/1353935365296582658?s=19
বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি আরো লেখেন, ‘সব সময় এটা পার্টি বা রাজনীতির ব্যাপার নয়। এটা সভ্যতারও ব্যাপার। এই নোংরা ফেলাটা আটকানো যেতো।’





Made in India