বাংলাহান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসে (Republic Day) অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন দিলীপ ঘোষ (dilip ghosh)। বিভিন্ন সময় চাঁচাছোলা মন্তব্যের পর এবার নিজের এক কর্মকান্ডের জন্য অস্বস্তিতে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
একদিকে যখন গোটা দেশজুড়ে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল, তখন বিজেপির রাজ্য সভাপতি সোমবার রাতেই তারাপীঠ পৌঁছে গেছিলেন। মঙ্গলবার সকালে মায়ের মন্দিরে পুজো দিয়ে রামপুরহাটের দলীয় কার্যালয় থেকেই পতাকা উত্তোলন করেন। কিন্তু সমস্ত পরিকল্পনা ঠিকঠাক থাকলেও, যা নিয়ে এত আয়োজন সেখানেই ঘটে বিপত্তি। অর্থাৎ যে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সেখানে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ, সেই পতাকাই উল্টো করে উত্তোলন করলেন তিনি।

মঙ্গলবার সকালে রামপুরহাটের দলীয় কার্যালয় থেকেই পতাকা উত্তোলনের কথা ছিল দিলীপ ঘোষের। সেইমত সমস্ত আয়োজন করা হয়েছিল। কিন্তু দিলীপ ঘোষ যখন পতাকা উত্তোলন করেন, তখন দেখেন পতাকাটি উল্টো করে টাঙানো হয়েছে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরী হয়ে গেছে। তবে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে পতাকা নামিয়ে আবার সঠিকভাবে উত্তোলন করা হয়।
এই ঘটনায় প্রবল অস্তিত্বে পড়েন দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত সকলেই লজ্জায় পড়ে যান। এরপর গোটা ঘটনাকে অস্তত্বিকর বলে দিলীপ ঘোষ বলেন, ‘পতাকা তোলার আগে পরীক্ষা না করার কারণেই এই সমস্যাটা হয়েছে। অজান্তেই ভুলটা হয়ে গেছে। পরে তা সংশোধন করাও হয়েছে। যারা এই কাজের দায়িত্বে ছিলেন, তাদের বলা হয়েছে- ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। তবে এই ঘটনায় কোনভাবেই জাতীয় পতাকাকে অসম্মান করার কোন উদ্দেশ্য ছিল না আমাদের’।





Made in India