বাংলাহান্ট ডেস্ক: একজন টলিউডের (tollywood) তারকা, সন্তান অন্যজন বলিউডের (bollywood) সদ্য জন্ম নেওয়া হেভিওয়েট তারকা দম্পতির সন্তান। কথা হচ্ছে ইউভান চক্রবর্তী (yuvaan) ও ভামিকাকে (vamika) নিয়ে। একজন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) ছেলে ও অপরজন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে। দুজনের কোনোদিনই দেখা হয়নি অথচ বিরাটের কোলে ইউভানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিষয়টা খুলেই বলা যাক। আসলে সম্প্রতি বিরাট অনুষ্কা মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনেন সোশ্যাল মিডিয়ায়। তবে মেয়ের মুখ একেবারেই দেখাননি তাঁরা। কিন্তু তা সত্ত্বেও ‘বলিউড সিটি’ নামে একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করে ভামিকার মুখের ছবি। তবে তা ভামিকার নয়, বরং ইউভানের।

ভিডিওটির ‘থাম্ব নেল’এ দেখা যায় ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আসলে ছবিটি রাজেরই। তবে টলিউড পরিচালকের মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বিরাটের মুখ ও কোলের ইউভানকে চালানো হয়েছে ভামিকা বলে।
https://www.instagram.com/p/CKyCl5EjezS/?igshid=17fohlabxho3t
বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় ট্রোল। শুভশ্রী গাঙ্গুলীর ফ্যানপেজের তরফে রাজ ও ভাইরাল থাম্ব নেলটি পাশাপাশি কোলাজ করে তুলে ধরা হয়। অভিযোগ জানানো হয়, বলিউড ইউভানের ছবিকে ভামিকার বলে চালাচ্ছে। এমনকি বিষয়টি নজরে আসতে শুভশ্রী নিজেও স্টোরিতে পোস্ট করেছেন এই ছবি।

প্রসঙ্গত, ইউভানের চার মাস পূর্ণ হওয়ার দিন ছবিটি পোস্ট করেন শুভশ্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেদীন ছেলের মিষ্টি কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন শুভশ্রী। বাবা রাজের কোলে চেপে ক্যামেরার দিকে দু চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় ইউভানকে। খেলনা নিয়ে নিজের মনে খেলার সময়ের বা ছেলের খিলখিল হাসির ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।
 
			 





 Made in India
 Made in India