বাংলাহান্ট ডেস্ক: বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল ভ্যালেন্টাইনস ডের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় (rudrajit mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (promita chakrabartty)। তবে সাত পাক ঘুরে নয়, কাল আইনি বিয়ে (marriage) সারতে চলেছেন এই জুটি। তার আগেই নতুন কনের বেশে সিঁথিতে সিঁদুর নিয়ে দেখা গেল প্রমিতাকে।
সম্প্রতি কনের বেশে একটি ফটোশুট করেন প্রমিতা। লাল টুকটুকে বেনারসী, এক গা গয়না, সিঁথিতে সিঁদুর নিয়ে ফ্রেমবন্দি হন তিনি। তবে চমক ছিল এখানেও। এদিন কনের সাজেই পাত পেড়ে আইবুড়ো ভাত খেলেন প্রমিতা। সমস্ত বাঙালি খাবার দিয়ে সাজানো ছিল তাঁর আইবুড়ো ভাতের মেনু। সেই সব ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রমিতা।

অপরদিকে ধারাবাহিক ‘জীবন সাথি’র সেটে রুদ্রজিতের সহ অভিনেতারা আয়োজন করেছিলেন তাঁর আইবুড়ো ভাতের। নিয়ম মেনে রুদ্রজিৎকে বরণ করেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। আশীর্বাদ দেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। আইবুড়ো ভাতের থালা সামনে নিয়ে জীবন সাথির পুরো পরিবারের সঙ্গে ছবি তোলেন অভিনেতা।
https://www.instagram.com/p/CLHT7mAAWnW/?igshid=1wdfymfiwvdnm
ছবির ক্যাপশনে রুদ্রজিৎ লেখেন, ‘আমি আজ খুবই আপ্লুত এই ভালোবাসার জন্যে! স্নেহশীষ দা আমি সত্যিই আপনাকে মিস করেছি এবং জানি যে আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে থাকে এবং থাকবে। জীবন সাথির সকল সদস্যদের আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই। আর শুধুই ধন্যবাদ না এত ভালোবাসা পাবার পর সেটা আমি লিখে প্রকাশ করতে পারবো না। এই আইবুড়ো ভাত আয়োজনের জন্য আমি অত্যন্ত খুশি, এই মুহুর্তটি আমার চিরকাল মনে থাকবে।’
https://www.instagram.com/p/CLExNffMy0_/?igshid=ed2f3b3bhbtp
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে তেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলতে চলেছেন রুদ্রজিৎ ও প্রমিতা। পুরুলিয়ার এক রিসর্টে বসবে রুদ্রজিৎ প্রমিতার রেজিস্ট্রি বিয়ের আসর। সেই সঙ্গে সারা হবে এনগেজমেন্ট ও আংটি বদল। রুদ্রজিৎ ও প্রমিতার ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধু বান্ধবরাও যোগ দেবেন এই রেজিস্ট্রি অনুষ্ঠানে।
জানা গিয়েছে, রুদ্রজিতের পুরুলিয়ার বাড়িতেই বসবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের পর কলকাতায় নতুন ফ্ল্যাটেই থাকবেন রুদ্রজিৎ ও প্রমিতা। এখন সেই ফ্ল্যাটেরই গোছগাছ সারতে ব্যস্ত প্রমিতা। লক্ষ্মী পুজোতেও এই ফ্ল্যাটেই পুজো করেছিলেন দুজন।





Made in India