বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। দীর্ঘদিনের প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন। দুজনের সংসার আলো করে এসেছে ছেলে ইউভান। যত দিন যাচ্ছে ততই আরো শক্তিশালী হচ্ছে রাজ শুভশ্রীর সম্পর্ক। আজ পরিচালকের জন্মদিনে (birthday) সেই কথাই আরো একবার প্রমাণিত হল।
রাজের জন্মদিনে আদরে ভালবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী শুভশ্রী। কয়েকটি ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সেখানে রাজকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যাচ্ছে তাঁকে। এদিন কালো হ্যান্ডলুমের শাড়ি ও সাদা ব্লাউজে দেখা গেল শুভশ্রীকে। পাশে জিন্স, ধূসর টিশার্ট ও সাদা শ্রাগে রাজ।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমার সূর্যকিরণ, আমার চাঁদ, আমার তারা, আমার ব্রহ্মাণ্ড, আমার আশা, আমার স্বপ্ন, আমার ব্যথা, আমার আনন্দ, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার প্রেমিক, আমার স্বামী ও আমার আমার সন্তানের বাবা। তোমাকে সীমাহীন ভাবে ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা, আনন্দ, ভালবাসা, সৌভাগ্য।’
https://www.instagram.com/p/CLixdAXA5Lc/?igshid=awdvv85liksh

রাজের জন্মদিন উপলক্ষে সপরিবারে দেশের বাড়ি হালিশহরে গিয়েছেন তাঁরা। বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছে রাজের ভাগ্নী সৃষ্টি পাণ্ডেও। সেখানেই শনিবারের রাতে পার্টিতে মেতেছেন সকলে। তুমুল নাচ গান খানাপিনায় মাততে দেখা যায় সকলকে। নির্ভেজাল আড্ডা, শনিবারের মধ্যাহ্নভোজের ছবিও শেয়ার করেছেন রাজ।
https://www.instagram.com/p/CLhR48Up5cf/?igshid=1sn6fh35jyuls



প্রসঙ্গত, জানা যায় ২০১৬ সালে ‘অভিমান’ ছবির শুটিংয়ের সময়েই একে অপরের প্রেমে পড়েন রাজ শুভশ্রী। দু বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ তে সাত পাকে বাঁধা পড়েন টলি দুনিয়ার এই দুই হেভিওয়েট তারকা। ২০২০ তে তাঁদের পরিবারে আসে নয়নের মণি, ইউভান।





Made in India