বাংলায় বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আর তার পরেই রাজনৈতিক নেতাদের মধ্যে দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে। একই সাথে রাজনৈতিক আক্রমন পাল্টা আক্রমণও প্রবল হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ‘বাংলা তার মেয়েকে চাই’ প্রচার অভিযান শুরু করেছেন। এই প্রচার অভিযান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার অলিগলিও সামিল রয়েছে।
তৃণমূলের তরফে বহু সংখ্যায় ব্যানার বানিয়ে রাস্তার টাঙানো হচ্ছে যেখানে মমতা ব্যানার্জীর ছবির সাথে লেখা রয়েছে বাংলা তার মেয়েকে চাই। এখনও এই প্রচার অভিযানের বিরোধিতা করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি।

বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে আজ এক পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, বাংলা তার মেয়েকেই চাই পিসিকে নয়। এই পরিপ্রেক্ষিতে বাংলার মেয়ে হিসেবে বিজেপি বঙ্গবিজেপির নেত্রীদের দেখিয়েছে। অন্যদিকে মমতা ব্যানার্জীকে পিসি বলে কটাক্ষ করা হয়েছে।
জানিয়ে দি, নির্বাচন কমিশন দ্বারা বিধানসভার দিনক্ষন ঘোষণার পরই মমতা ব্যানার্জীর আক্রমক রূপ দেখা গেছে। মমতা ব্যানার্জী বলেছেন, আপনারা খেলতে চাইলে খেলা হবে। আট দফাতেই খেলা হবে। হারিয়ে ভূত করে দেব। আমি বিজেপির লিস্টে যা দেখেছিলাম। সেই লিস্টই কমিশন ঘোষণা করল। বিবেক দুবে এর আগেও বাংলায় অবজার্ভার ছিল। আমি ওনার নাটক অনেক দেখেছি। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে এখানে কিছুই করতে পারবে না।
বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়! pic.twitter.com/rDFYzgLZTK
— BJP Bengal (@BJP4Bengal) February 27, 2021
এদিকে মমতা ব্যানার্জীর পাল্টা বঙ্গবিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, সেন্ট্রাল ফোর্স থাকলে তবেই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনও সেই দিকে কাজ করছে। বিজেপি পুরোপুরি তৈরি। সংগঠনের ভিত একেবারে নিচু তলা অবধি শক্তিশালী।





Made in India