বাংলাহান্ট ডেস্ক: শিবরাত্রিতে (shiv ratri) ছোট্ট শিবের সাজে প্রকাশ্যে এল করিনা কাপুর ও সইফ আলি খান পুত্র তৈমুর আলি খান (taimur ali khan)। কপালে ত্রিনয়ন এঁকে মাথায় পনিটেল করে মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হয় ছোট্ট তৈমু্র। করিনার বড় ছেলের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কপালে ত্রিনয়ন আঁকা ও মাথায় ছোট্ট পনিটেল, এমনি সাজে শিবরাত্রিতে দেখা মিলল তৈমুরের। তবে পরনে ছিল গাঢ় নীল টিশার্ট ও জিন্স। ছবি তোলার সময় ক্যামেরার দিকে তাকাতেও দেখা যায় তৈমুরকে। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবির জন্য ট্রোলের মুখেও পড়তে হয়েছে সইফ করিনাকে।

এর আগে গণেশ চতুর্থীতেও গণপতির পুজো করতে দেখা গিয়েছিল করিনা ও তৈমুরকে। গত বছর গণেশ চতুর্থীতে ছোট্ট তৈমুরের নিজের হাতে বানানো খেলনা গণেশের মূর্তিই পূজিত হয় কাপুর-খান পরিবারে। নিজের হাতেই খেলনা ‘লেগোস’ দিয়ে সুন্দর একটি গণেশের মূর্তি বানায় ছোট্ট তৈমুর। শুধু মূর্তি না, তার সামনে প্রসাদের থালা এমনকি বাবা মায়ের সঙ্গে নিজেরও ছোট ছোট পুতুল বানিয়ে সাজায় সে। সেই মূর্তিই পূজা করা হয়।
https://www.instagram.com/p/CMRX_8_nNL_/?igshid=w6plzapxaigm
করিনা নিজে শেয়ার করেন ছবি। ছবিতে দেখা যায়, গণপতির সামনে হাত জোড় করে বসে রয়েছে তৈমুর। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘গণপতির পুজো এবছর হয়তো একটু আলাদা। কিন্তু টিম লেগো দিয়ে গণেশ বানিয়ে উৎসবের আনন্দটা ঠিক বজায় রেখেছে। সকলকে শুভ গণেশ চতুর্থী। সবার সুস্থতা ও শান্তি কামনা করি।’
প্রসঙ্গত, গত মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। ডেলিভারির কয়েক দিন পরেই ছোট্ট নবাবকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। সদ্যোজাতর কথা বলতে গিয়ে রণধীর কাপুর বলেছিলেন, সব শিশুদেরই তাঁর এক রকম লাগে। তবে সবাই বলছে করিনার দ্বিতীয় সন্তানকে নাকি তৈমুরের মতোই দেখতে হয়েছে।





Made in India