বাংলাহান্ট ডেস্কঃ আজ ১৫ ই মার্চ শ্রীরামকৃষ্ণদেবের (sri ramakrishna) জন্মতিথি দিবস। অন্যান্য বছর এই দিনটিতে এই মহামানবের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে (belur math)। সারাদিন পূজো অর্চনার পাশাপাশি অসংখ্যা ভক্তের সমাগম হয় সেখানে। কিন্তু করোনা আবহে এবছর কিছুটা অন্যরকম চিত্র ধরা পড়ল।
করোনা আবহে বেশকিছু দিন বন্ধ থাকার পর ভক্তদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বর, বেলুড় মঠের দরজা। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিবসে আবারও বন্ধ থাকছে বেলুড় মঠ। পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই দিন মঠের অভ্যন্তরে অনুষ্ঠান পালিত হলেও, ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে না বেলুড় মঠের দ্বার।

শুধুমাত্র ১৫ ই মার্চ নয়, আগামী ২১ শে মার্চও কোনরকম সাধারণ উত্সব অনুষ্ঠিত হবে না। এইদিনই ভক্তদের জন্য খোলা থাকছে না বেলুড় মঠ। করোনা আবহকে মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি মান্য করেই সমস্ত নিয়ম কানুন মঠ মধ্যস্থ স্বামীজিরাই পালন করবেন। তবে ভক্তদের উদ্দেশ্যে সমস্ত অনুষ্ঠান সরাসরি স্যোশাল মিডিয়ায় সম্প্রচারিত করা হবে।
এই মুহূর্তে বেলুড় মঠ একেবারেই ভক্তশূণ্য অবস্থায় রয়েছে। করোনা আবহ থাকার দরুন অতিরিক্ত ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছের ভক্তদের প্রবেশ। তবে বাড়িতে বসেই অনলাইনেই ভক্তরা সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন।
 
			 





 Made in India
 Made in India