বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার গুরুগ্রামে (গুরগাঁও) প্রতি মঙ্গলবার মিট শপ বন্ধ রাখার সিদ্ধান্তে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলেমিন-এর (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) কড়া সমালোচনা করেছেন। তিনি মদের সঙ্গে এর তুলনা করে টুইটারে বিস্ফোরক পোস্ট করেন।
ওয়াইসি টুইট করে লেখেন, ‘নিজের ব্যক্তিগত জীবনে কে কি করছে, সেটার সঙ্গে ধার্মিক ভাবাবেগে কীভাবে আঘাত পৌঁছাতে পারে? মানুষ মাংস কিনছে, বিক্রি করছে অথবা খাচ্ছে, তাঁরা অন্যকে খবারের জন্য কারোর উপর তো আর চাপ সৃষ্টি করছে না। সেই ভিত্তিতে শুক্রবারও মদের দোকান বন্ধ রাখা উচিৎ? মাংস লক্ষ লক্ষ ভারতীয় খায়। এটিকে অন্যদিক থেকে দেখলে হবে না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার গুরগাঁও পুরসভা একটি নির্দেশিকা জারি করে সমস্ত মাংসের দোকান মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি মাংসের দোকানের লাইসেন্সের ফিস ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে। আর নির্দেশ অমান্য হলে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করেছে।





Made in India