বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ (India vs England ODI series)। আজ পুনেতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামছে ভারত এবং ইংল্যান্ড। আজ দুপুর 1 টা 30 মিনিটে শুরু হবে এই ম্যাচ।
ইতিমধ্যেই টেস্ট এবং টিটোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। তবে ওয়ানডেতে ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের বিরুদ্ধে দলের সেরা বোলার বুমরাহকে ছাড়াই খেলতে হবে ভারতকে। তবে দলে এসেছে একাধিক নতুন মুখ। যেহেতু বর্তমানে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত ছন্দে রয়েছেন তাই প্রথম একাদশ বাঁছতে গিয়ে যে বেশ সমস্যায় পড়তে হবে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সেটা বলাই বাহুল্য।

এক নজরে দেখে নেওয়া যাক কি হতে চলেছে আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।





Made in India