বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম প্রায় সকলেই ব্যবহার করেন। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনেকে নিজেদের প্রতিভা প্রদর্শন করে থাকেন। এবং বাকিরা তাঁদের সেই প্রতিভাকে কদর করেন।
সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ট্যুইটারের দৌলতে আমরা ঘরে বসেই নানা মজার জিনিস দেখতে পাই। শুধু মজার জিনিস নয়, গোটা বিশ্বে কি হচ্ছে তাও জানা যায়। বর্তমান প্রজন্ম সামাজিক মাধ্যমেই তাঁদের সব বিনোদন খুঁজে পায়।
আর তাই মুঠোবন্দী স্মার্ট ফোনের বাজার দিন দিন বাড়ছে। বহু ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরে। কেউ ভালো গান গাইছে, কেই ভালো ছবি তুলছে। আর তাঁদের প্রতিভার কদরও হচ্ছে। ভাইরাল হচ্ছে। গোটা পৃথিবীর মানুষ তা দেখতে পাচ্ছে।
সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের সাপ মানুষের হাতের তালু থেকে জল খাচ্ছে। এই সাপটিকে দেখতে সবুজ দড়ির মত। ওই সাপকে অত্যন্ত তৃষান্ত হওয়ার কারণে লোকেদের কাছে গিয়ে জল চাইতে দেখা যাচ্ছে। তারপরই ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখতে পাওয়া মানুষটি নিজের হাতের তালুতে জল নিয়ে সাপটিকে খাইয়েছে। এই ভিডিও টি যিনি শেয়ার করেছেন তাঁর নাম সুশান্ত নন্দ। তিনি একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার। প্রাশয় তিনি এমন ভিডিও শেয়ার করে থাকেন।
দেখুন সেই ভাইরাল ভিডিও—-
https://twitter.com/susantananda3/status/1273624772815933441?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1273624772815933441%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Flooktook.in%2Fsnake-drink-water-45345%2F%3Ffbclid%3DIwAR1fd9Fwv_pzVmQzI1P5NjWQgYrfyT3IecWr_UTahw055eYCIUmoYuCCkQs





Made in India