বাংলাহান্ট ডেস্কঃ করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে হাহাকার দেশজুড়ে। চারিদিকে স্বজন হারানোর কান্না। অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন শয়ে শয়ে নিরাপরাধ মানুষ। হাসপাতালের বেডে বা বাইরে তিলে তিলে স্তব্ধ হচ্ছে এক একটি প্রাণ। শ্বশানে নীরবতার জো নেই, জ্বলছে একের পর এক আগুন। কোভিডে মৃতের দেহ জমে জমে তো দেশের একাধিক জায়গায় তৈরি হচ্ছে স্তুপ।
এমন সংকটজনক পরিস্থিতিতে চলছে এরাজ্যে ভোট গ্রহণ (WB Assembly Poll 2021)। ইতিমধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। তবে অন্তিম পর্ব ছাড়া ভোটের নির্ঘন্ট প্রকাশ পেতেই রাজনৈতিক নেতা-কর্মীরা করোনার মধ্যেও ভোট প্রচার করে গিয়েছেন পুরোদমে। সেখানে কোভিড বিধিকে করা হয়েছে থোড়ায় কেয়ার। তারপরই রাজ্যে করোনার এহেন ভয়াল চিত্র তৈরি হওয়াতে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন জনতা।
https://www.facebook.com/indrasisa/posts/10159600952601180
নির্বাচনী প্রচারে সব দলের নেতা-নেত্রী এবং প্রার্থীরা দিয়েছেন লম্বা-চওড়া ভাষণ। প্রয়োজনে তাঁরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও অহরহ দিয়েছেন। এবার দেশ সহ রাজ্যের করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কোথায় তাঁরা ? প্রশ্ন তুলছেন নেটজনতারাই। আর ঘটিয়ে বসছেন অদ্ভুত সব কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় নেতা-নেত্রী-প্রার্থীদের নাম শেয়ার করেছেন তাঁরা। আর মানুষজনকে বলছেন করোনা মোকাবিলায় সরঞ্জামের জন্য ফোন করুন এই নম্বরে। তারপর তাঁরা কি প্রতিক্রিয়া দিচ্ছেন তা সরাসরি আলোচনা করুন সামাজিক মাধ্যমে।
সেই মত পরিচালক ইন্দ্রাশিষ আচার্য এবং নাট্যকর্মী মধুরিমা তরফদার ইতিমধ্যেই শেয়ার করেছেন রাজ্যের একাধিক তারকা প্রার্থী এবং প্রভাবশালী নেতাদের যোগাযোগ নম্বর। আর এবার আকাশ খামরাই নামে এক যুবক ফেসবুকে একঝাঁক বাম নেতা-নেত্রী এবং প্রার্থীদের মোবাইল নম্বর (Leaders Mobile Number) শেয়ার করেছেন। তাঁরও দাবি একটিই ‘এমন পরিস্থিতিতে অক্সিজেন পাওয়ার জন্য জননেতাদের ফোন করুন’। যদিও এই সমস্ত নম্বর যাচাই করেনি বাংলাহান্ট কতৃপক্ষ।





Made in India