বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচেই ঘটে গেল এক চরম অপ্রীতিকর ঘটনা। এই ম্যাচে ভুলবশত হলেও করোনা নিয়ম ভেঙে ফেললেন দিল্লি ক্যাপিটালস এর সিনিয়র স্পিনার অমিত মিশ্রা।
ঘটনাটি ঘটে ব্যাঙ্গালুরুর ব্যাটিংয়ের সপ্তম ওভারে। সেই ওভারে অমিত মিশ্রার হাতে বল তুলে দেয় দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পন্থ। বোলিং করার আগে বলটি নিজের সুবিধাজনক পরিস্থিতি আনার জন্য মুখের লালা ব্যবহার করে বসেন অমিত মিশ্রা। তারপরই তাকে আম্পায়ার সতর্ক করে দেন। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী করোনা পরিস্থিতিতে কোন ক্রিকেটার বোলিং করার সময় মুখের লালা ব্যবহার করতে পারবেন না।
https://twitter.com/pant_fc/status/1387057522436022274?s=20
অমিত মিশ্রা যখনই বলে লালা লাগান সঙ্গে সঙ্গে আম্পায়ার সেটি দেখে ফেলেন এবং অন ফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা সঙ্গে সঙ্গে বলটি নিয়ে চলে যান দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পন্থের কাছে এবং বলেন “ঋষভ বলে লালা লাগানোর জন্য প্রথম সতর্কতা।” তারপর তিনি বলটি স্যানিটাইজ করেন এবং অমিত মিশ্রার হাতে তুলে দেন।





Made in India