বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর এই করোনা সংক্রমণের মধ্যেই চলছে আইপিএল। ইতিমধ্যেই করোনা উদ্বেগের জন্য বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।
এই দুই ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে যাওয়ায় কিছুটা হলেও চিন্তা শুরু হয়েছিল আরসিবি শিবিরে। তবে এবার চিন্তা মুক্ত হল বিরাট বাহিনী। কারণ কেন রিচার্ডসনের পরিবর্ত হিসেবে আরসিবি দলে নিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা বোলার নিউজিল্যান্ডের স্কট কুগলেইজনকে।

আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে স্কট কুগলেইজনের। 2019 আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি, নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও এই আইপিএলে ক্রমাগত মুম্বাইয়ের নেট বোলার হিসেবে কাজ করেছেন কুগলেইজন। নেট বোলার হিসেবে তার পারফরম্যান্স দেখার পরই তাকে ডেথ বোলার হিসেবে দলে নিল আরসিবি। এছাড়াও নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে 16 টি টিটোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।





Made in India