বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস যখন গ্রাস করছে গোটা দেশকে। তখন সর্বত্র থেকে উঠে আসছে একেরপর এক মর্মান্তিক ও অমানবিক ঘটনা। একদিকে দিনে দিনে রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে যখন বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তখন অমানবিকতার নজির আরও বেশি দেখতে মিলছে দেশজুড়ে। খাস কলকাতার (Kolkata) হাসপাতালে এমনই এক নজির বিহীন কাণ্ডে উঠেছে সমালোচনার ঝড়।
কলকাতার আমহার্স্ট স্ট্রিটের মারোয়াড়ি হাসপাতালে তিন মৃত দেহের সঙ্গে মঙ্গলবার রাতভোর কাটল করোনা আক্রান্ত রোগীরা (Covid Patient)। বুধবার দুপুরে গিয়ে তা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বাকি রোগীদের মধ্যে। হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে যে, আইসিইউতে কোনও বেড খালি না থাকায় শ্বাসকষ্ট থাকলেও তাঁদের ভর্তি করা হয় জেনারেল কোভিড ওয়ার্ডে। সেখানেই রাতে মারা যান তিন জন করোনা (Corona) আক্রান্ত। আর সেই তিনটি মৃতদেহ রাতভোর পড়ে রইল বাকি রোগীদের সঙ্গে।

বুধবার দুপুরে যখন ব্যাপারটা জানাজানি হয় তখন ক্ষোভে ফেটে পড়েন বাকি রোগীরা। তাদের অভিযোগ, ওই মৃতদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল গোটা ওয়ার্ডে। তদপরি দুপুর পর্যন্ত দুটি দেহ সেখান থেকে সরানো হয় হাসপাতালের তরফে। বাকি একটি দেহ সন্ধ্যা পর্যন্ত পড়ে ছিল ওই ওয়ার্ডেই। ফলে বাকি রোগীরা আতঙ্কিত হওয়ার পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন পরিজনরাও।
ওই ওয়ার্ডেই ক্ষুদ্ধ রোগীদের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও হাসপাতাল কতৃপক্ষের তরফে কোনও ব্যবস্থায় নেওয়া হয়নি। করোনায় মৃতদেহ ওই ওয়ার্ডে থাকা অবস্থাতেই খাবার দেওয়া হয় বাকি রোগীদের। তবে বারবার আবেদন সত্ত্বেও এই চূড়ান্ত অবস্থার হাল না হওয়ায়, দুপুরের খাবার বয়কট করেন রোগীরা। এক রোগীর জানালেন, ‘এমন পরিস্থিতিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবেন, সকাল থেকেই খেতে পারছি না’।





Made in India